আমাদের কথা

কৃষক ডটকম লগো
কৃষক ডটকম লগো

কৃষক ডটকম (kreeshok.com) এ আপনাকে স্বাগতম।

কৃষি বাংলাদেশের অর্থনীতির মূল ভিত্তি। অর্থনীতির অন্যতম স্তম্ভ কৃষি ব্যবস্থাকে আধুনিক করে তোলার সময়োপযোগী পদক্ষেপ কৃষক ডটকম (kreeshok.com)।

প্রযুক্তির ছোঁয়ায় কৃষি পণ্য ব্যবস্থাকে বদলে দিতে কৃষি পণ্যের ডিজিটাল বাণিজ্যিকরণের লক্ষ্য একটি ই-কমার্স পোর্টাল চালু করেছি আমরা।

এটি কৃষি পণ্য বেচাকেনায় প্রযুক্তির ব্যবহার কৃষকের ন্যায্যমূল্য প্রাপ্তি, মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য হ্রাস, কৃষিপণ্যের গুণগত মান নিশ্চিতে কাজ করবে।

একইসঙ্গে, ভোক্তারা যাতে না ঠকে, প্রতারণার শিকার না হয় এবং নিরাপদ ও ভেজালমুক্ত পণ্য পেতে  সহায়ক ভূমিকা রাখবে কৃষক ডটকম (kreeshok.com)।

দেশে ধান, গম, ভুট্টা, শাকসবজি, ফলমূলসহ সকল কৃষিপণ্যের উৎপাদন বহুগুণে বেড়েছে, উৎপাদনে বিস্ময়কর সাফল্য এসেছে।

এসব উৎপাদিত কৃষিপণ্যের বিপণনই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। কৃষকেরা যে পণ্য উৎপাদন করে তা অনেক সময় বাজারজাত করতে পারেন না, সঠিক মূল্য পান না।

কৃষকের উৎপাদিত ফসলের ন্যায্যমূল্য নিশ্চিতের পাশাপাশি ভোক্তাকে সঠিক মূল্যে, নিরাপদ ও ভেজালমুক্ত পণ্য কেনার নিশ্চয়তাও দেওয়ার  লক্ষ্যে ‘kreeshok.com – কৃষক ডটকম’ কাজ করবে।

প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে বাংলাদেশে কৃষি বিপণন সহজলভ্য করণের লক্ষ্যে ২০২৪ সালে ১ মে যাত্রা শুরু করে কৃষক ডটকম (kreeshok.com)।

যেখানে আকর্ষণীয় ডিল এবং ডিসকাউন্ট অফার সহ কৃষি পণ্য সমূহ সাশ্রয়ী মূল্যে পাচ্ছেন। এটির মাধ্যমে কৃষক ও ভোক্তার সরাসরি যোগাযোগ হবে।

বর্তমানে কৃষি পণ্যের অনলাইন শপিং এর ক্ষেত্রে কৃষক ডটকম (kreeshok.com) নিঃসন্দেহেই দেশের সবচেয়ে বড় অনলাইন ভিত্তিক ই-কমার্স প্রতিষ্ঠান।

কৃষক ডটকম (kreeshok.com) থেকে এখন ক্যাশ অন ডেলিভারি সহ বিভিন্ন পেমেন্ট পদ্ধতিতে স্বাচ্ছন্দ্যে কৃষি পণ্য ক্রয় করুন।

ঢাকা, চট্টগ্রাম, সিলেট, রাজশাহী, খুলনা, রংপুর, বরিশাল সহ সারা দেশে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে অনলাইন শপিং এর সেরা অভিজ্ঞতা ঘরে বসেই উপভোগ করুন।

কৃষক ডটকম (kreeshok.com) আপামর কৃষকদের কথা চিন্তা করে তাদের বুঝার উপযোগী করে ( বাংলা ভাষায়)  ওয়েব সাইটটি তৈরি ও পরিচালনা করতে চেষ্টা করছে।

আমাদের দেশের কৃষকগন ধীরে ধীরে প্রযুক্তি নির্ভর হতে চলেছে। তাই আমরা মনে করি কৃষক ডটকম (kreeshok.com) কৃষকদের আরো তথ্য ও প্রযুক্তি নির্ভর হতে সাহায্য করবে।

কৃষক ডটকম প্ল্যাটফর্মটি চালু করার উদ্দেশ্য এবং সুবিধাভোগী হবেন কারা?

  • বাংলাদেশের সব অঞ্চলের কৃষি পণ্যের বাজার কে একত্রিত করা।
  • অনলাইনের মাধ্যমে পণ্যের গুণগতমানের ভিত্তিতে বাজারজাত করা।
  •  ক্রেতা বিক্রেতার মধ্যে তথ্যের অসামঞ্জস্য দূর করা।
  • বাজারজাতও পণ্যের দামে স্বচ্ছতা বজায় রাখা।
  • অনলাইনের মাধ্যমে পেমেন্ট প্রক্রিয়া সম্পন্ন করা।
  • এই প্লাটফর্মটি কৃষক, সবজি ব্যবসায়ী ও ক্রেতা এবং কৃষি পণ্যের রপ্তানিকারীদের সুবিধার স্বার্থে চালু করা হয়েছে।
  • এদিকে পণ্যের বিক্রির জন্য ক্রেতা এবং বিক্রেতাকে বাজারে যেতে হবে না। ‌
  • অনলাইনের মাধ্যমে সরাসরি কেনাবেচা সম্ভব।
  • পণ্যের দাম নির্ধারণের ক্ষেত্রে স্বচ্ছতা বজায় রাখা হবে। এই সাইটে মিলবে যাবতীয় তথ্য। ‌
  • অনলাইনে থাকা সেই সমস্ত পণ্যের গুণমানগত সার্টিফিকেট থাকবে।
  • এই অনলাইন প্রক্রিয়ায় আরও দক্ষ সাপ্লাই চেইন গড়ে উঠবে।
Item added to cart.
0 items - 0.00৳ 
Need Help?